
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯, ০:৫০
বরিশালের হিজলা উপজেলার কাউরিয়া স্কুলের সামনে দীর্ঘদিন ধরে খাল দখল করে সরকারি জমিতে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম।
২১ ডিসেম্বর শনিবার দুপুর ১টা থেকে শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত চলে এই উচ্ছেদ অভিযান। এসময়ে নির্বাহী অফিসার এবং হিজলা থানার পুলিশের উপস্থিতিতে ৩০টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে।
উল্লেখ, ১৮ ডিসেম্বর বুধবার উচ্ছেদের প্রথম দিনে সবাইকে ২৪ ঘন্টা সময়ের মধ্যে মালামাল সরানোর নির্দেশ প্রদান করেন নির্বাহী অফিসার। কিন্তু অনেকেই নির্দেশ উপেক্ষা করেন। সময় অতিবাহিত হওয়ার পরে, আজ অবৈধ স্থাপনা সম্পূর্ণভাবে গুড়িয়ে দেয়া হয়েছে ।
এরপর খুন্না বাজারের খালের পারে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদের অভিযান চলছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব