আজও রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: মঙ্গলবার ১৬ই জুলাই ২০২৪ ১২:২৫ অপরাহ্ন
আজও  রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ শিক্ষার্থীদের

কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রগতি সরণির কুড়িল এলাকায় অবস্থান নেয়।


এছাড়া কোটা সংস্কারের এক দফা দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টার দিকে রাস্তার একপাশ অবরোধ করে রাখেন তারা।


এতে মেরুল বাড্ডা এলাকা দিয়ে যাতায়াতকারী সব যানবাহনের চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের রাস্তা অবরোধের কারণে রাস্তায় শত শত যানবাহন আটকে আছে। ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা।


এদিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধে সড়ক অবরোধ করেছে ইউল‍্যাবের শিক্ষার্থীরা। আন্দোলন থেকে শিক্ষার্থীরা নানা স্লোগান দিয়ে যাচ্ছেন। কোটার যৌক্তির সংস্কার ও শিক্ষার্থীদের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত চলবে বলে জানিয়েছেন তারা।


উত্তরা হাউজবিল্ডিং এর সামনে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। কোটার যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।