https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সারাদেশে ৩৭ দিনে ২৩৮টি যানবাহনে আগুন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৩, ১:২৩

শেয়ার করুনঃ
সারাদেশে ৩৭ দিনে ২৩৮টি যানবাহনে আগুন

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন থেকে এখন পর্যন্ত সারাদেশে ২৩৮টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (৩ ডিসেম্বর) বিকেলে ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান শিকদার এ তথ্য জানান।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

তিনি বলেন, গত ২৮ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ২৪৪টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৩৮টি যানবাহন ও ১৫টি স্থাপনায় আগুন দেওয়ার পাশাপাশি একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা রয়েছে।

আগুন দেওয়া যানবাহনের মধ্যে ১৪৯টি বাস, ৩৯টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৮টি মোটরসাইকেল এবং অন্যান্য ২২টি গাড়ি রয়েছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এদিকে বিএনপি-জামায়াতের নবম দফার অবরোধ ঘোষণার পর ৩০ নভেম্বর সকাল ৬টা থেকে ৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ১১টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে চারটি, গাজীপুরে পাঁচটি, সিলেট একটি ও দিনাজপুরে একটি যানবাহনে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় পাঁচটি বাস, তিনটি কাভার্ডভ্যান ও তিনটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর থেকে মঙ্গলবার, শুক্রবার ও শনিবার ব্যতীত দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি করে যাচ্ছে দলটি।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

বাংলাদেশে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন এক বিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা

বাংলাদেশে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন এক বিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা

বাংলাদেশে সরকারি ও বেসরকারি খাতে আরও এক বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে ব্রিকস জোটের নেতৃত্বাধীন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)। এর আগেই সংস্থাটি দেশে ৩০ কোটি ডলারের বিনিয়োগ সম্পন্ন করেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বিনিয়োগ সম্মেলন সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ সময় তিনি জানান, নতুন

আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি আট বিভাগে: আবহাওয়া দফতর

আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি আট বিভাগে: আবহাওয়া দফতর

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের আট বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার দেয়া পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ফরিদপুর, সিরাজগঞ্জ, ফেনী এবং যশোর অঞ্চলে মৃদু তাপপ্রবাহ চলমান রয়েছে, তবে তা কিছু কিছু স্থানে

বিদেশি বিনিয়োগে দেশে আগে এত অনুকূল পরিবেশ ছিল না: প্রধান উপদেষ্টা

বিদেশি বিনিয়োগে দেশে আগে এত অনুকূল পরিবেশ ছিল না: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশে আগে কখনো এত অনুকূল পরিবেশ ছিল না। মঙ্গলবার (৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনা বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, গত আট মাস ধরে বাংলাদেশে বিনিয়োগ সহজ করার লক্ষ্যে কার্যক্রম চালানো হচ্ছে এবং বর্তমান পরিবেশ বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য অত্যন্ত উপযোগী। প্রধান উপদেষ্টা আরও বলেন,

সারাদেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি, কমবে ভোগান্তি

সারাদেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি, কমবে ভোগান্তি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান জানিয়েছেন, দেশের প্রতিটি সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি চালু করতে যাচ্ছে সরকার। মঙ্গলবার (৮ এপ্রিল) গণমাধ্যমকে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গুণগত ও মানসম্পন্ন ওষুধ সাশ্রয়ী মূল্যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অধ্যাপক সায়েদুর রহমান বলেন, “দেশে ২৫০ ধরনের বহুল

 প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের প্রতিনিধিদল

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের প্রতিনিধিদল

দক্ষিণ কোরিয়ার বিশিষ্ট বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংয়ের নেতৃত্বে একটি উচ্চপদস্থ প্রতিনিধিদল বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকটি অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, যা ছিল বাংলাদেশ বিনিয়োগ বোর্ড আয়োজিত চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন।  বৈঠকে, বাংলাদেশে বিনিয়োগের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।