প্রকাশ: ১৫ মে ২০২৩, ৪:৫২
ভিআইপি ও ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্ব আনসারদের নিয়ে গঠিত গার্ড রেজিমেন্টকে দেয়া হবে। পুলিশকে অন্য কাজে নেয়া হবে। এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।
সোমবার (১৫ মে) বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল আয়োজিত ঢাকা-১২ সংসদীয় আসন উন্নয়নের ১৪ বছর বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দেশের রাষ্ট্রদূতকেই আর বাড়তি কোনো নিরাপত্তা দেয়া হবে না। কারও বাড়তি নিরাপত্তার প্রয়োজন হলে সে বিষয়ে সরকারের কাছে আবেদন করতে হবে। তখন সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
কোনো রাষ্ট্রদূত তার গাড়িতে পতাকা ব্যবহার করতে পারবে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, কোনো রাষ্ট্রদূত গাড়িতে পতাকা ব্যবহার করতে পারবেন বা পারবেন না, এমন কোনো সিদ্ধান্ত দেয়া হয়নি।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৫ বছর আগের পুলিশ আর আজকের পুলিশ এক নয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও বিভিন্ন প্রশিক্ষণ অনুযায়ী আজকের পুলিশ কোনো ঔপনিবেশিক পুলিশ নয়। কোনো দুর্নীতি করে নয়, যোগ্যতা ও মেধার ভিত্তিতে আজ সবার নিয়োগ হয়।
এদিকে রাতে সময় সংবাদকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ কোনো দেশের রাষ্ট্রদূতকেই আর বাড়তি কোনো নিরাপত্তা দেয়া হবে না। কারও প্রয়োজন হলে বাড়তি নিরাপত্তা চেয়ে সরকারের কাছে আবেদন করতে পারবেন। এছাড়া প্রয়োজনে মিশনের পক্ষ থেকে তারা টাকা খরচ করে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে পারেন।’
বাড়তি নিরাপত্তা ব্যবস্থা না দেয়ার ব্যাখ্যায় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে আইনশৃঙ্খলার এমন কোনো অবনতি হয়নি যে বাড়তি নিরাপত্তা দিতে হবে। কয়েকটি দেশের রাষ্ট্রদূত আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে বাড়তি নিরাপত্তা পেতেন। তবে এখন এ ধরনের সেবা পেতে অন্যরাও আবেদন করছেন। জনগণের টাকা খরচ করে কোনো দেশকে আমরা বাড়তি সার্ভিস দেবো না। উন্নত রাষ্ট্রগুলোতে আমাদের কোনো রাষ্ট্রদূতই এ সেবা পান না।
এছাড়া রাষ্ট্রদূতদের গাড়িতে পতাকা ব্যবহারের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।