দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেই পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। প্রতি ইউনিট ৫ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ২০ পয়সা করা হয়েছে।সোমবার (২১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আবদুল জলিল এ ঘোষণা দেন।
তিনি বলেন, আগামী বিল মাস ডিসেম্বর থেকেই নতুন এই মূল্য কার্যকর হবে।বর্তমান চলমান সংকটে বিদ্যুতের দাম বাড়ায় সব ধরনের পণ্যের দাম আরেক দফা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে করে জনগণের জীবনে দুর্গতি নেমে আসবে।
বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুতের দাম বাড়ার কারণে কৃষি ও কলকারখানায় উৎপাদনে বিরূপ প্রভাব পড়বে। এতে টালমাটাল হতে পারে গোটা বাজার ব্যবস্থা।এদিকে, গ্রাহক পর্যায়েও দাম বাড়ানোর লক্ষ্যে প্রস্তাব তৈরি করছে বিতরণ কোম্পানিগুলো।
উল্লেখ্য, ২০২০ সালে ২৭ ফেব্রুয়ারি সর্বশেষ বিদ্যুতের দাম বাড়ানো হয়। তিন (পাইকারি, খুচরা ও সঞ্চালন) পর্যায়ে তখন বিদ্যুতের দাম বাড়ানো হয়। গ্রাহকপর্যায়ে (খুচরা) প্রতি ইউনিট ৭ টাকা ১৩ পয়সা, পাইকারিতে প্রতি ইউনিট ৫ টাকা ১৭ পয়সা করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।