গ্রাহক পর্যায়ে এখনই বাড়ছে না বিদ্যুতের দাম : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার ১২ই অক্টোবর ২০২২ ০৭:০২ অপরাহ্ন
গ্রাহক পর্যায়ে এখনই বাড়ছে না বিদ্যুতের দাম : প্রতিমন্ত্রী

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম এখনই বাড়ছে না, এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর আবেদনের বিষয়ে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দাম না বাড়ানোই যৌক্তিক সিদ্ধান্ত হবে।


গ্রিড বিপর্যয় আর জ্বালানি সংকটের ধাক্কায় রাজধানীসহ দেশজুড়ে তীব্র লোডশেডিং সাধারণ মানুষকে ভোগাচ্ছে। এমন অবস্থার মধ্যেই আবার সামনে আসছে বিদ্যুতের দামের বিষয়টি।


পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ৬৬ শতাংশ বাড়াতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আবেদনের ওপর গত ১৮ মে গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে ওঠা বিভিন্ন পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা শেষে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) আদেশ ঘোষণা করবে কমিশন।


সরকারের একটি সূত্র জানাচ্ছে, সংকটময় পরিস্থিতিতে বিদ্যুতের দাম নিয়ে নীতিনির্ধারকরা কোনো অস্বস্তিকর পরিস্থিতি চান না। 


এদিকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলছেন, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম এখন বাড়ছে না।


তিনি বলেন, যেহেতু খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো প্রভাব পড়েনি। তাই আপাতত দাম বাড়ানোর কথা চিন্তা করছে না সরকার। পরবর্তীতে যদি এ ধরনের কোনো প্রভাব পড়ে, তখন দেখা যাবে। যদি দাম বাড়ানোও হয়, তা হবে খুব সামান্য।


এদিকে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়া, অব্যাহত লোডশেডিংসহ বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় এখন দাম না বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম বলেন, যে কোনো সার্ভিসের মান যখন খুব খারাপ থাকে, সে সময়ে মূল্য বৃদ্ধি জনগণের ওপর বেশ আঘাত করে।


জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম বলেন, সংকট কাটাতে ইতোমধ্যে লোডশেডিংয়ের মতো সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ পর্যায়ে এসে আমি বিদ্যুতের দাম বাড়ানো যৌক্তিক মনে করি না।


অপরদিকে গ্রিড বিপর্যয়ের পর ওলটপালট হয়ে যাওয়া লোডশেডিং সূচি নিয়ে বুধবার (১২ অক্টোবর) ভার্চুয়াল বৈঠক করে বিদ্যুৎ বিভাগ। বৈঠকে গ্রাহকদের আগে থেকেই লোডশেডিং শিডিউল জানিয়ে দিতে বিতরণ কোম্পানিগুলোকে নির্দেশ দেয়া হয়।


উল্লেখ্য, জ্বালানি সংকটে এখনো দিনে এক হাজার মেগাওয়াটের মতো লোডশেডিং করতে হচ্ছে।