মিয়ানমারের গোলার বিষয়টি পর্যবেক্ষণ করছি: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার ৩রা সেপ্টেম্বর ২০২২ ০৭:০০ অপরাহ্ন
মিয়ানমারের গোলার বিষয়টি পর্যবেক্ষণ করছি: পররাষ্ট্রমন্ত্রী

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ফের আবারও বাংলাদেশ সীমান্তের ভেতরে মিয়ানমারের গোলা এসে পড়ার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। 


শনিবার মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবান সীমান্তবর্তী এলাকায় পড়ার খবরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা অবজার্ভ করছি।”


তিনি বলেন, “মিয়ানমারের ওখানে কিছু ভায়োলেন্স হচ্ছে। আমরা আমাদের বর্ডার সিল করেছি। মিয়ানমারের লোক আমাদের দিকে যাতে না আসতে পারে সে জন্য বিজিবিকে সতর্ক করেছি।


“পাশাপাশি মিয়ানমার সরকারের সঙ্গেও নিয়মিত আলাপ করছি। তাদের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। তারা আমাদের আশ্বস্ত করেছে যে, কোনো দুর্ঘটনা ঘটবে না। আমরা অবজার্ভ করছি।