প্রকাশ: ৫ জুলাই ২০২২, ১:৫৫
এ বছর বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক পাচ্ছেন পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন ও ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
মঙ্গলবার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ৭ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে এই পদক দেওয়া হবে সুলতানা লায়লা ও ইতো নাওকিকে। ২০২১ সালে এই পুরস্কারের প্রবর্তন করা হয়। সেবার এই পদক পান ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সাঈদ মোহাম্মদ আল মেহরি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম।
সুলতানা লায়লা রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে সংকট দেখা দিলে সেখান থেকে বাংলাদেশিদের উদ্ধারে অনবদ্য অবদান রাখেন। এর আগে ২০১১ সালে লিবিয়া সংকটের সময়ও কনস্যুলার অনুবিভাগের মহাপরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই কূটনীতিক।
অন্যদিকে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ঢাকা ও টোকিও’র মধ্যে সম্পর্কোন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় এই পদক পাচ্ছেন।