প্রকাশ: ১৬ মে ২০২২, ১:৫৯
ব্যয় সংকোচন নীতির আওতায় সরকারি কর্মকর্তাদের পাশাপাশি স্বায়ত্তশাসিত, আধাসরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় মালিকানাধীন কম্পানি, ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরও বিদেশ ভ্রমণের সুযোগ সীমিত করে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
আজ সোমবার (১৬ মে) বিকেলে মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এই পরিপত্র জারি করা হয়।
পরিপত্রে বলা হয়, পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, আধাসরকারি প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারীদেরও বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে।
অর্থ বিভাগ জানায়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো এবং অবিলম্বে এটি কার্যকর হবে।
এর আগে গত বৃহস্পতিবার (১২ মে) সরকারি চাকরিজীবীদের বিদেশ ভ্রমণ সীমিত করে প্রথম দফায় পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়।