পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, হাওর নিয়ে সাংবাদিকরা যদি ফুলিয়ে-ফাঁপিয়ে রিপোর্টিং না করেন তবে ধান-চালের দাম বাড়বে না। ফুলিয়ে-ফাঁপিয়ে রিপোর্টিং করলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিয়ে ধান চালের দাম বাড়িয়ে দেবে। খাদ্যশস্যের উপর প্রভাব সৃষ্টির পাঁয়তারা করবে। এখানে মিডিয়ার বিরাট দায়িত্ব রয়েছে।
সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শনে এসে বুধবার প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওর পরিদর্শন করেন।
মন্ত্রী দাবী করেন, ২০১৭ সালের চেয়ে এবার বন্যা বেশি হয়েছে। কিন্তু (বাঁধের) কাজের মান ভালো হবার কারণে সেই ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই। ক্ষতিটা পার্সেন্টেজে আসবে না।
তিনি বলেন, এধরণের দুর্যোগ আসতেই পারে। আমরা দুর্যোগ মোকাবেলা করছি। সবাই মাঠে আছে। আমাদের অফিসার ও ইঞ্জিনিয়াররা রাতদিন বাঁধে পড়ে থেকে পরিশ্রম করছে। সেহির, ইফতার তারা সেখানেই করছে। আমি এক একজন মানুষকে দেখে আশ্চর্য হয়ে গেছি, যাদের গায়ের রঙ ফর্সা ছিল তারা কালো হয়ে গেছে।
বাঁধ নির্মাণে যদি কারো বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যায় তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।