https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ঢুকছে যাত্রীবাহী বাস

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২১, ১৮:৩৫

শেয়ার করুনঃ
নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ঢুকছে যাত্রীবাহী বাস
ঢাকার আশপাশের জেলাগুলোর মধ্যে নারায়ণগঞ্জও লকডাউনের আওতাভুক্ত। এ জেলা থেকে ঢাকা রুটে চলাচলরত প্রতিটি গণপরিবহনই যাত্রী পরিবহন করছে। দায়িত্বরত পুলিশ সদস্যরাও তেমন একটা বাধা দিচ্ছে না।


তবে দূরপাল্লার কোনও বাস ছেড়ে যাওয়া বা ঢুকতে দেওয়া হচ্ছে না। মঙ্গলবার (২২ জুন) সকালে নারায়ণগঞ্জের সাইনবোর্ড ও শনিরআখড়া এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।


সরেজমিনে দেখা গেছে, সাইনবোর্ড-গুলিস্তান সড়কের সাইনবোর্ড অংশে পুলিশের একটি চেকপোস্ট রয়েছে। সেখানে ‘রাস্তা বন্ধ’ লেখা পুলিশের একটি স্টিকার যুক্ত ব্যারিকেড রয়েছে। সেখান থেকে কিছু দূরে কয়েকজন পুলিশ সদস্য দাঁড়িয়ে রয়েছেন।


যাত্রী পরিববহনের দায়ে কয়েকটি বাস ও লেগুনাকে আটকে রাখতে দেখা গেছে। তবে বাকি সবগুলো বাস ভরপুর যাত্রী নিয়ে ঢাকার দিকে ছেড়ে গেলেও বাধা দেওয়া হচ্ছে না।



এ সময় আটকে রাখা একটি লেগুনার চালক সিরাজ উদ্দিন বলেন, ‘আমার লেগুনা আটকে রাখা হলো। কিন্তু দেখেন শতশত বাস-লেগুনা যাত্রী নিয়ে গুলিস্তানে যাচ্ছে। তাদের আটকানো করা হচ্ছে না।’

শনিরআখড়া এলাকায় দেখা গেছে, ঢাকা থেকে নারায়ণগঞ্জমুখী লোকাল পরিবহনগুলো যাত্রী পারাপার করছে। তবে এ সময় ঢাকা-কোম্পানীগঞ্জগামী তিসা গোল্ডেন নামের একটি বাস যাত্রী নিয়ে ঢাকা থেকে বের হওয়ার সময় আটকানো হয়। পরে বাসটির নামে ট্রাফিক আইনে মামলা করেন সার্জেন্ট বিষ্ণু।


এ সময় তিনি বলেন, ‘গতকাল ঢাকার আশপাশের সাত জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। লকডাউনের মধ্যে নারায়ণগঞ্জ জেলাও রয়েছে। ঢাকা থেকে দূরপাল্লার কোনও বাস আমরা যেতে দিচ্ছি না। এ কারণে বাসটি আটক করা হয়েছে।’



বাসের চালক নাসির উদ্দিন বলেন, ‘আমরা নোয়াখালী থাকি। কাল যাত্রী নিয়ে ঢাকায় আসার পর শুনি লকডাউন দেওয়া হয়েছে। হঠাৎ করেই লকডাউন দেওয়ায় আমরা বিপদে পড়েছি।’



এদিকে, পর্যাপ্ত গণপরিবহন না পেয়ে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পুরো সড়কে বিপুল সংখ্যক মানুষকে বৃষ্টির মধ্যে গণপরিবহণের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।


#ইনিউজ৭১/এনএইচএস/২০২১

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

বাংলাদেশে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন এক বিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা

বাংলাদেশে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন এক বিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা

বাংলাদেশে সরকারি ও বেসরকারি খাতে আরও এক বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে ব্রিকস জোটের নেতৃত্বাধীন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)। এর আগেই সংস্থাটি দেশে ৩০ কোটি ডলারের বিনিয়োগ সম্পন্ন করেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বিনিয়োগ সম্মেলন সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ সময় তিনি জানান, নতুন

আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি আট বিভাগে: আবহাওয়া দফতর

আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি আট বিভাগে: আবহাওয়া দফতর

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের আট বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার দেয়া পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ফরিদপুর, সিরাজগঞ্জ, ফেনী এবং যশোর অঞ্চলে মৃদু তাপপ্রবাহ চলমান রয়েছে, তবে তা কিছু কিছু স্থানে

বিদেশি বিনিয়োগে দেশে আগে এত অনুকূল পরিবেশ ছিল না: প্রধান উপদেষ্টা

বিদেশি বিনিয়োগে দেশে আগে এত অনুকূল পরিবেশ ছিল না: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশে আগে কখনো এত অনুকূল পরিবেশ ছিল না। মঙ্গলবার (৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনা বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, গত আট মাস ধরে বাংলাদেশে বিনিয়োগ সহজ করার লক্ষ্যে কার্যক্রম চালানো হচ্ছে এবং বর্তমান পরিবেশ বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য অত্যন্ত উপযোগী। প্রধান উপদেষ্টা আরও বলেন,

সারাদেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি, কমবে ভোগান্তি

সারাদেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি, কমবে ভোগান্তি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান জানিয়েছেন, দেশের প্রতিটি সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি চালু করতে যাচ্ছে সরকার। মঙ্গলবার (৮ এপ্রিল) গণমাধ্যমকে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গুণগত ও মানসম্পন্ন ওষুধ সাশ্রয়ী মূল্যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অধ্যাপক সায়েদুর রহমান বলেন, “দেশে ২৫০ ধরনের বহুল

 প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের প্রতিনিধিদল

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের প্রতিনিধিদল

দক্ষিণ কোরিয়ার বিশিষ্ট বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংয়ের নেতৃত্বে একটি উচ্চপদস্থ প্রতিনিধিদল বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকটি অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, যা ছিল বাংলাদেশ বিনিয়োগ বোর্ড আয়োজিত চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন।  বৈঠকে, বাংলাদেশে বিনিয়োগের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।