করোনাভাইরাস মহামারির সময়ে স্বাস্থ্যবিধি মেনে ২০৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামীকাল সোমবার (২১ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোগগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশন (ইসি) জানায়, প্রথম ধাপে ২০টি ইউপিতে ইভিএম ভোট হবে। বাকি ১৮৪টিতে ব্যালটে ভোটগ্রহণ নেওয়া হবে।
ইসির যুগ্ম সচিব আসাদুজ্জামান বলেন, প্রথম ধাপে ১৩টি জেলার ৪১টি উপজেলায় ২০৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে ভোট কেন্দ্রের সংখ্যা ১ হাজার ৮৩৬টি। আর মোট ভোট কক্ষের সংখ্যা ১০ হাজার ২৬০টি।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলার পাশাপাশি উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং হিসেবে কাজ করবেন।
নির্বাচনে মোবাইল পুলিশ ২০৪ জন, স্ট্রাইকিং পুলিশ ৭৪ জন, র্যা বের টিম ১২৪টি, বিজিবি ১২৩ প্লাটুনসহ মোট ৫০৮৮টি ফোর্স মোতায়েন থাকবে।
অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩৯৩ জন এবং ৪১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং অফিসারের সংখ্যা ১২ হাজার ২০৭ জন। আর পোলিং অফিসারের সংখ্যা ২০ হাজার ৫২০ জন।