পবিত্র শবে কদর ও মুসলমান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত,নেপাল ও ভুটানের সাথে পাথরসহ সকল প্রকার আমদানী রপ্তানি কার্যক্রম ১২ দিনের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পঞ্চগড় আমদানী রপ্তানিকারক এ্যাসোসিয়েশন।
গতকাল রোববার সন্ধায় বাংলাবান্ধা স্থলবন্দর ১২দিন বন্ধ রাখার সিদ্ধান্তের বিষয়টি ঢাকাপোস্ট ডটকমকে নিশ্চিত করেছেন পঞ্চগড় আমদানী রপ্তানীকারক এ্যাসোশিয়নের সভাপতি মেহেদী হাসান খান বাবলা।
তিনি জানান,পবিত্র শবে কদর ও মুসলমান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারতের ফুলবাড়ি ও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আগামীকাল ১০ মে (সোমবার) থেকে আগামী ২১ মে (শুক্রবার) পর্যন্ত মোট ১২ দিন ভারত,নেপাল ও ভুটান থেকে পাথরসহ সকল প্রকার আমদানী রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আগামী ঈদের বন্ধ কাটিয়ে আগামী ২২ মে থেকে বন্দর দিয়ে পুনোরায় কার্যক্রম চালুসহ তিন দেশের সাথে আমদানি রপ্তানির চালু হবে।
এদিকে বাংলাবান্ধা ল্যাল্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান,উভয় দেশেীয় ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে বাংলাবান্ধা স্থলবন্দর ১২ দিন বন্ধ থাকবে এবং আগামী ২২ মে যথারীতি বন্দরে আমদানী-রফতানী চালু হবে।