কুমিল্লা দেবীদ্বার উপজেলার পৌর চাপানগর ৭নং ওয়ার্ড হাজারী বাড়ির মোঃ গিয়াস উদ্দীনের বাড়িতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা চেষ্টাকরে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যার্থ হলে। রাত ১২ টার দিকে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে হাজির হয়ে, প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ রফিকুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত একটি ইউনিটের ৮জন সদস্য নিয়ে ঘটনাস্থলে হাজির হই। এবং ফায়ার ফাইটার মোঃ নূরুে আলম আগুন নিয়ন্ত্রণে আনার অপারেশন'র কাজ শুরু করেন।
আগুন লাগার কারন জানতে চাইলে বাড়ির মালিক মোঃ গিয়াস উদ্দিন বলেন,পূর্ব শত্রুতার জের ধরে তার বাড়িতে কেউ আগুন লাগিয়েছে বলে ফায়ার সার্ভিসের টিম লিডারকে জানান।
আগুনে ঘরের আলমারীতে রাখা গিয়াস উদ্দিন'র প্রবাসী ছেলে আজিজুর রহমানের নগদ পাচঁ লক্ষ টাকা, ২ টি বসত ঘর ও ঘরে থাকা আসবাবপত্র। ১ টি গোয়াল ঘর, এবং ১ লক্ষ টাকার একটি গরুসহ পরিবারের সকল প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
উপজেলা পল্লী বিদ্যুৎ'র ডিজিএম মৃনাল কান্তি বলেন, আগুন লাগার খবর পাওয়া মাত্র ওই বাড়ির বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। এবং সাথে সাথে পল্লী বিদ্যুৎ'র লাইন ম্যান মোঃ ইলিয়াস ঘটনা স্থলে হাজির হন।