করোনা পরিস্থিতির কারনে ভারতের সঙ্গে বাংলাদেশের জনচলাচল বন্ধ থাকলেও চালু থাকবে পণ্য আমদানি-রপ্তানি।
রোববার (২৫ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে এ কথা জানান।
তিনি বলেন, ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় মন্ত্রিপরিষদ বিভাগের নেয়া সিদ্ধান্ত অনুযায়ী ভারতের সীমান্ত বন্ধ রাখতে বলা হয়েছে। এটা বন্ধ হয়ে যাবে। তবে যারা আসবেন তাদের সীমান্তে ১৪ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এর আগে থেকেই ভারতের সঙ্গে আকাশপথে চলাচল বন্ধ রয়েছে। এখন স্থলপথেও জনচলাচল বন্ধ রাখা হবে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভারতে করোনার যে ‘বেঙ্গল ভ্যারিয়েন্ট’শনাক্ত হয়েছে, তা অত্যন্ত মারাত্মক। এই ভাইরাস বাংলাদেশের মানুষ সংক্রমিত হলে বিপদ আরও বাড়বে। সেজন্য ভারতের সঙ্গে বাংলাদেশর যোগাযোগ বন্ধ রাখা ভাল।