প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ১৯:৫৫
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক, যিনি নুরাল পাগলা নামেও পরিচিত, তার কবর অবমাননা এবং মরদেহে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, এই অমানবিক ও ঘৃণ্য কাজ আমাদের মূল্যবোধ, আইন এবং ন্যায়ভিত্তিক সমাজের মৌলিক ভিত্তিতে সরাসরি আঘাত। সমাজে
অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সম্প্রতি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, তিনি বিদেশি প্রাপ্য উপহারও ফিরিয়ে দিয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া পোস্টে তিনি উল্লেখ করেন, কিছুদিন আগে শ্রীলংকায় এক মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণের সময় সেখানকার বিদ্যুৎ মন্ত্রীর উপস্থিতিতে আয়োজকদের পক্ষ থেকে তাকে একটি দামি ব্র্যান্ডের হাতঘড়ি দেওয়া হয়। হোটেলে ফিরে গিফট বক্স খোলার পর
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতির উদ্দেশে এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুপম জীবনাদর্শ, সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ আজকের দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে শান্তি, ন্যায় ও কল্যাণ নিশ্চিত করতে পারে। তিনি বলেন, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী (সা.)-এর সুমহান আদর্শ বিশ্ববাসীর জন্য সর্বোত্তম অনুসরণীয় ও অনুকরণীয়। এর ভেতরেই মুসলমানদের জন্য অফুরন্ত শান্তি, সফলতা ও কল্যাণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন। আচরণ বিধিমালা-২০২৫ অনুযায়ী, রেক্সিন, পলিথিন, প্লাস্টিক, পিভিসি বা পরিবেশের জন্য ক্ষতিকর যেকোনো উপাদানে তৈরি লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন বা ব্যানার ব্যবহার করা যাবে না। এছাড়া প্রচারে বিলবোর্ড ব্যবহার সীমিত করা হয়েছে। একজন প্রার্থী এক সংসদীয় আসনে ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না। নির্বাচন কমিশন গত মঙ্গলবার আচরণ বিধিমালার খসড়া
নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কমিশন এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। নতুন সীমানার ভিত্তিতেই আগামী নির্বাচনের কার্যক্রম সম্পন্ন হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক তালিকায় প্রকাশিত নির্বাচনী এলাকার ওপর প্রাপ্ত দাবি, আপত্তি, সুপারিশ ও মতামত পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে। শুনানিকালে উপস্থাপিত তথ্য ও যুক্তিতর্ক বিবেচনা করে জাতীয় সংসদের