প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ১৯:৫৫
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক সাতজনের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আইনি লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল চারটায় তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন। ভিডিও বার্তায় তিনি বলেন, যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ জানান, ভোটকেন্দ্রগুলোতে ৩ স্তরের বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, চেকপোস্ট এবং সেন্ট্রাল রিজার্ভ—এই তিন ভাগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। ইসি সচিব জানান, প্রথম দিন থেকেই আচরণবিধি কঠোরভাবে
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে দেশের শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এমন চারটি অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুর্নীতি দমন, মানবপাচার প্রতিরোধ, নগর উন্নয়ন কাঠামো পুনর্বিন্যাস এবং মানবাধিকার সুরক্ষায় নতুন দিক-নির্দেশনা যুক্ত করার লক্ষ্যে অধ্যাদেশগুলো অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত চারটি অধ্যাদেশ হলো— দুর্নীতি দমন কমিশন
ঢাকায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল এলাকায়। কম মাত্রার হওয়ায় রাজধানীর অনেকেই কম্পন টের পাননি। তবে ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা জানান, নরসিংদী অঞ্চলে সাম্প্রতিক সময়ের ভূকম্পন কার্যক্রম বেড়েছে। এ ধরনের ছোট কম্পন বড় ভূমিকম্পের পূর্বাভাস নাও হতে পারে, তবে নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে। এর আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা ও চূড়ান্ত কৌশল নির্ধারণে নির্বাচন কমিশন (ইসি) আবারও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ বিভিন্ন বাহিনী ও