প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ১৯:৫৫
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আগামী কুরবানির ঈদে লোডশেডিং থাকবে সর্বনিম্ন এবং রাজধানীসহ সারাদেশে যানজট নিয়ন্ত্রণে থাকবে বলে আশ্বস্ত করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ঈদযাত্রা ও বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে সরকারের প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, ঈদ উৎসবকে ঘিরে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। রোববার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা বলেন
শফিকুল আলম, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মুখপাত্র, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য প্রত্যাখ্যান করে বলেন, "বাংলাদেশ এমন একটি দেশ নয় যেখানে সংখ্যালঘুদের বৈষম্যের শিকার হতে হবে।" তিনি এ মন্তব্য করেন শনিবার, দিনাজপুরে ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনার পর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ভবেশ চন্দ্র রায়ের হত্যা বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের ওপর সরকারের ‘সংগঠিত নিপীড়নের ধারাবাহিকতা’। শফিকুল আলম বলেন, "এটি একটি ভিত্তিহীন
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ১৫ বছর পর অনুষ্ঠিত হলো পররাষ্ট্রসচিব পর্যায়ের ষষ্ঠ দ্বিপক্ষীয় বৈঠক। বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত এই বৈঠককে ‘সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন’ বলে উল্লেখ করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে অংশ নেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ এবং বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অভিন্ন অঙ্গীকার প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার তাদের
দীর্ঘদিনের নীরবতা কাটিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক জোরদার করতে পারস্পরিক সহযোগিতা ও বাণিজ্যের সম্ভাবনাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, কিছু বাধা থাকলেও তা অতিক্রম করে পারস্পরিক বোঝাপড়া ও ভবিষ্যত সহযোগিতার পথ খুঁজে বের করাই
ঢাকায় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই বৈঠকটি উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ, যা রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। বৈঠকটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরু হয়,