প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ১৯:৫৫
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাতনামা শহিদদের পরিচয় শনাক্তে ১১৪ জনের মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু হয়েছে। এরইমধ্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে ৮ জন শহিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে এ কার্যক্রম চলমান থাকার বিষয়টি নিশ্চিত করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি জানায়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার বিভিন্ন এলাকায় নিহত নারী ও পুরুষদের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় তিনি মনোনয়ন আপিলের জন্য স্থাপিত বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। সিইসি বলেন, “সবার সহযোগিতা থাকলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া সম্ভব। বর্তমান নির্বাচন পরিবেশ ও
অল্প সময়ের ব্যবধানে পরপর দুই দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেটসহ বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। এর মাত্র ৩০ সেকেন্ড পর ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প অনুভূত হয় সিলেট ও আশপাশের এলাকায়। এই ভূমিকম্পের কম্পন শুধু বাংলাদেশেই নয়, প্রতিবেশী ভারতের আসাম রাজ্যেও অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস
রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি’র চেয়ারপার্সন কার্যালয়ে জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, কবি আব্দুল হাই সিকদার, সৈয়দ আবদাল আহমেদ, কাদের গনি চৌধুরী, কেএম মহসীন ও জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন। এছাড়া স্থায়ী সদস্য আতিকুর রহমান রুমনও সাক্ষাতে অংশ নেন। বৈঠকে দেশের গণমাধ্যম, সাংবাদিকদের নিরাপত্তা,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২৫টিতে এখনও বিদ্যুৎ সংযোগ নেই। নির্বাচন কমিশন (ইসি) এই কেন্দ্রগুলিতে দ্রুত বিদ্যুৎ সংযোগের জন্য বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে নির্দেশ দিয়েছেন। রোববার (৪ জানুয়ারি) ইসির পাঠানো চিঠিতে বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনের জন্য স্থাপিত ভোটকেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের স্বার্থে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ প্রয়োজন। ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা