প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ১৯:৫৫
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আসছে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনের ভোটারদের সামনে উপস্থিত হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোটও। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচন তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ
বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় প্রধান নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ায় আগাম প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে ইসি। নির্বাচন আমেজে ইতোমধ্যে যেসব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তারিখ ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি আগামী বছরের (২০২৬ সাল) ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিনসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তিনি জানান, এবারের নির্বাচন ও গণভোট সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। তফসিল ঘোষণার
মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) উভয়েই বিষয়টি নিশ্চিত করেছে। বুধবার (১০ ডিসেম্বর) রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূকম্পনটি অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৫। এরপর রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আবারও কেঁপে ওঠে সিলেট অঞ্চল, দ্বিতীয়টির মাত্রা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগের দিন নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। ইসি সূত্রে জানা গেছে, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতার ইতোমধ্যে সিইসির রেকর্ড করা ভাষণ সংগ্রহ