প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ১১:৫
কয়েকদিন পরই রমজান। তার আগে সারাদেশে বেড়েছে নিত্য পণ্যের দাম। মুরগি-ডিমের দাম কমলেও সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। তেল, খেজুর,পিঁয়াজসহ প্রায় ধরনের ফলের দামও বেড়েছে। কয়েকদিন আগে ২০ থেকে ৩০ টাকার মধ্যে সবজি পাওয়া যেত। সরাইলে'র বেশ কয়েকটি বাজার ঘুরে বাজার দরের এমন চিত্র দেখা গেছে। এক আটি পুঁইশাকের দাম ৩০ থেকে ৪০ টাকা শুনে অজান্তেই কপালে ভাঁজ পড়ছে নিম্নআয়ের মানুষের।
এক কেজি আলু কিনতে আজ গুনতে হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা। বাজার দরের বর্তমান অবস্থা অনেকটাই নাভিশ্বাস সৃষ্টি করেছে খেটে খাওয়া মানুষ ও নিম্নমধ্যবিত্ত দের।উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আগের মতো ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা। লাল লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা। আর পাকিস্তানি কক মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৬০ টাকা
বাজারে নতুন আসা সজনে ডাটার দাম সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে। তবে এখন এই সবজিটি এক কেজি কিনতে ক্রেতাদের একশ টাকা গুনতে হচ্ছে। বাজার ও মানভেদে সজনে ডাটার কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১০০ থেকে ১২০ টাকা। একটু ছড়া দামে পটল, বরবটি, বেগুন, ঢেঁড়স ও সবধরনের শাক। পটলের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। বরবটি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি।
ঢেঁড়সের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। বেগুন (গোল) ৭০ টাকা, বেগুন (লম্বা) ৫০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতিটা ৫০-৬০ টাকা, টমেটো ২৫ টাকা থেকে বেড়ে ৩০ টাকা দামে বিক্রি হচ্ছে। তবে, মাছের বাজার অনেকটা স্থিতিশীল আছে। ভোজ্যতেলের দাম গত সপ্তাহের মতোই রয়েছে। সরকারিভাবে দাম নির্ধারণ করে দেওয়া মূল্যেই কোম্পানি ভেদে প্রতি লিটার ১৩০-১৪০ টাকা, ২ লিটার ২৭০-২৮০ এবং ৫ লিটার সয়াবিন তেল ৬৪০-৬৫০টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা।
রমজানে খেজুরের দাম কত যে চাইবে আর কত যে বিক্রি করবে ব্যবসায়ী দের হিসাব নেই। যে যেমন ভাবে বিভিন্ন নাম বলে খেজুর বিক্রি করছে নিজের ইচ্ছে মতে। উপরে ৮০০-৭০০ টাকা নিচে ১৪০ টাকা ধরে খেজুর বিক্রি করছে।লেবুর দাম প্রতিদিনই অবিশ্বাস্যভাবে বাড়ছে। রমজানের সময় শরবত পান করেন সবাই।
এবারের পুরো রমজানজুড়েই থাকবে গরম। আর এই সময় লেবুর চাহিদা বেশি থাকবে। মাঝারি আকারের এক হালি লেবু বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকা। বড় লেবুর হালি বিক্রি হচ্ছে ৭০-৮০ এদিকে, গরুর মাংসের কেজি ৫৫০- ৫৮০ টাকা। খাশির মাংস বিক্রি হচ্ছে ৮৭০-৮৮০ টাকায়।
#ইনিউজ৭১/তুষার/২০২১