করোনার উর্ধ্বগতীতে গত কয়েকদিন ধরেই দেশে একের পর এক মৃত্যু ও শনাক্তে রেকর্ড ভাঙছে। এতে ক্রমেই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এমন পরিস্থিতিতে সর্বাত্মক লকডাউনে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের সাধারণ ছুটির ঘোষণা আসতে পারে।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।
রোববার (১১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, সাধারণ ছুটির ঘোষণা আসছে। আপাতত তা এক সপ্তাহের জন্য করা হবে। তবে পরিস্থিতি বিবেচনায় পরে এটি আরও বাড়ানোরও চিন্তাভাবনা রয়েছে। সাধারণ ছুটির মধ্যে কী কী বিধিনিষেধ থাকবে সেটি পরিপত্রে বিস্তারিত জানানো হবে।এর আগে রোববার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতায় চলবে আগামীকাল ও পরশু (১২ ও ১৩ এপ্রিল)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে। আর ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন শুরু হবে।