প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৪
আজ ছয় জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২০ নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট, বগুড়া, বরিশাল, ময়মনসিংহ, হবিগঞ্জ ও শেরপুরে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সিলেটে আটজন,
বগুড়ায় ছয়জন, বরিশালে দুইজন, ময়মনসিংহে দুইজন, হবিগঞ্জে একজন ও শেরপুরে একজন রয়েছেন। সংশ্লিষ্ট জেলার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে সড়ক দুর্ঘটনায় ২০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ইনিউজের প্রতিনিধিদের পাঠানো খবর-
সিলেট : সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার দক্ষিণ সুরমা থানার রশিদপুর এলাকায় এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেস নামে দুটি বাসের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক আল মাহমুদ সাদ ইমরান খান (৩৩), এনা পরিবহনের বাসচালক ওসমানীনগর উপজেলার ধরখা গ্রামের মঞ্জুর আলী (৩৮), সুপারভাইজার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিঠাভরা গ্রামের
সালমান খান (২৫), হেলপার ধরখা গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৪), ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার রাজানিয়াকান্দি পশ্চিম পাড়ার নুরুল আমিন (৫০), ঢাকার ওয়ারী এলাকার নাদিম আহমদ সাগর (২৯), সিলেট নগরের আখালিয়া এলাকার শাহ কামাল (২৭) ও সুনামগঞ্জের ছাতক উপজেলার বাংলা বাজার এলাকার রহিমা বেগম (২৬)।
দক্ষিণ সুরমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ২০ জন। তাদের সবাইকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বগুড়া : বগুড়ার শাহজাহানপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিরা ক্যান্টনমেন্ট গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত চারজনের মধ্যে দুইজনের পরিচয় মিলেছে। তারা হলেন- শাজাহানপুর উপজেলার ডেমাজানি গ্রামের কালিদাস (৭০) এবং ধুনট উপজেলার শাহ জামাল।