প্রকাশ: ২ জানুয়ারি ২০২১, ১২:৫৩
সিটি জরিপ নয়, সিএস ম্যাপ দেখে নগরের খাল দখল মুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। শুক্রবার (১ জানুয়ারি) আগারগাঁওয়ের আইএবি মিলনায়তনে এলইডি লাইট স্থাপন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাজধানীর ২৬টি খালের দায়িত্ব দুই সিটি করপোরেশনকে দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এখন ডিএনসিসির অধীনে থাকা খালগুলো থেকে সকল ধরনের অবৈধ স্থাপনা অপসারণ করা হবে।
এই সীমানা নির্ধারণ সিটি জরিপ নয়, সিএস ম্যাপ অনুযায়ী করা হবে। তাই অভিযানের আগেই খালের সীমানা ছেড়ে দিন।অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।