২ হাজার কোটি টাকার ‘রহস্যময়’ তহবিল ইসলামী ব্যাংকে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২০, ২০:১২

শেয়ার করুনঃ
২ হাজার কোটি টাকার ‘রহস্যময়’ তহবিল ইসলামী ব্যাংকে

চট্টগ্রামের আগ্রাবাদে ইসলামী ব্যাংকের একটি শাখায় বিদেশ থেকে আসা দুই হাজার কোটি টাকার ‘রহস্যময়’ তহবিলের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা ইনিউজ৭১ কে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘রহস্যময়’ ওই টাকার উৎসের খোঁজে মাঠে নেমেছে দুদক। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটের (বিএফআইইউ) কাছে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিয়েছেন অনুসন্ধান টিমের প্রধান দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক।

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

ইতোমধ্যে এ বিষয়ে কিছু নথিপত্রও পেয়েছে সংস্থাটির অনুসন্ধান দল। বিষয়টি নিয়ে দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

দুদক সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখায় ২০১৩ সালে অজ্ঞাত উৎস থেকে ব্যাংকটির অফশোর ব্যাংকিং ইউনিটে ইউনিটে দুই হাজার কোটি টাকার একটি তহবিল আসে। পরে ওই টাকার একটি অংশ ব্যাংকের বিভিন্ন শাখায় স্থানান্তর করা হলেও এ টাকা কাদের অ্যাকাউন্টে গেছে তাও নিশ্চিত হতে পারেনি দুদক।

জানা গেছে, অফশোর ব্যাংকিং ইউনিটে এই টাকা কোথা থেকে এসেছে তার উৎস এবং বিনিয়োগের বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি। বিএফআইইউ-এর কাছে এ বিষয়ে একটি পর্যালোচনা প্রতিবেদন চেয়েছে দুদক।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

আগস্ট মাসের জ্বালানি তেলের দাম বেঁধে দিলো সরকার

আগস্ট মাসের জ্বালানি তেলের দাম বেঁধে দিলো সরকার

আগস্ট মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার মনে করছে, জ্বালানি তেলের মূল্য স্থির রাখলে ভোক্তাপর্যায়ে দাম সাশ্রয়ী থাকবে

আসন্ন জাতীয় নির্বাচনের ঘোষণা কয়েক দিনের মধ্যে আসবে: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

আসন্ন জাতীয় নির্বাচনের ঘোষণা কয়েক দিনের মধ্যে আসবে: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

জাতীয় নির্বাচনের ঘোষণা খুব শিগগিরই আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য সকল প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই নির্বাচন ঘোষণার মাধ্যমে সবকিছু প্রকাশ করা হবে। আইন উপদেষ্টা আরও জানান, আগামী নির্বাচনটি গত ২০০৮ সালের নির্বাচনের চেয়ে অনেক বেশি সফল

নির্ধারিত সময়েই হবে নির্বাচন: প্রেস সচিব

নির্ধারিত সময়েই হবে নির্বাচন: প্রেস সচিব

নির্বাচন নিয়ে কোনো প্রকার অনিশ্চয়তার অবকাশ নেই উল্লেখ করে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস যে সময় নির্বাচন হওয়ার কথা বলেছেন, তার এক দিনও পেছাবে না। তিনি আশা প্রকাশ করেছেন, এবারের নির্বাচন উৎসবমুখর ও সহিংসতামুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে এসব কথা বলেন প্রেস সচিব।

প্রকাশ যে কোন দিন: জুলাই ঘোষণাপত্রে যা আছে, পাল্টে যাবে দেশ

প্রকাশ যে কোন দিন: জুলাই ঘোষণাপত্রে যা আছে, পাল্টে যাবে দেশ

অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে, যা দেশের বর্তমান রাজনৈতিক কাঠামোয় এক ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘোষণাপত্রে ২৬ দফার একটি রাজনৈতিক রূপরেখা অন্তর্ভুক্ত রয়েছে, যার ভিত্তিতে বর্তমান ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে জনগণের গণতান্ত্রিক আন্দোলনের স্বীকৃতি দেওয়া হয়েছে। সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানায়, আগস্টের ৫ তারিখের মধ্যে যেকোনও দিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই ঘোষণাপত্রটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন।

চীনের ড্রোন প্রযুক্তি আসছে বাংলাদেশের কৃষিতে

চীনের ড্রোন প্রযুক্তি আসছে বাংলাদেশের কৃষিতে

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের অফিস কক্ষে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ও সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে ড্রোন প্রযুক্তি, সার কারখানা স্থাপন ও নিরাপদ খাদ্য উৎপাদনে সহায়তার বিষয়ে চীনের প্রস্তুতির কথা জানান তিনি।