প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২০, ১৮:০
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি এস এম নজরুল ইসলাম।
সেই সঙ্গে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,ও আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দের প্রতি। তিনি আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তৃনমূলের নেতাকর্মীদের মুল্যায়ন করেছে,এবং তাদের যে আশা-আকাঙ্ক্ষা মনের যে চাওয়া সব কিছুর উর্ধে লবিং গুরুপিং সবকিছু উপেক্ষা করে তৃনমূলের নেতাকর্মী কি চায় সেটার তিনি মুল্যায়ন করছেন।
আশা করছি উল্লাপাড়া পৌরবাসী আমাকে পুনরায় মেয়র পদে নির্বাচিত করে আধুনিক পৌর শহর গড়ার সুযোগ করে দেবে।তফসিল অনুযায়ী, উল্লাপাড়া পৌরসভা নির্বাচন আগামী বছর ১৬ জানুয়ারি ব্যালটে ভোট গ্রহন করা হবে। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২০ ডিসেম্বর। এসব মনোনয়নপত্র যাচাইবাছাই হবে ২২ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর।