প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২০, ১৬:২৩
মুজিববর্ষ উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত এমপি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে বরগুনা বয়েজের হয়ে মাঠে নামেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল এবং সোহাগ গাজী। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মাদ আরশাফুল ৬৬ বলে ৮৭ রানের এক ইনিংস উপহার দিয়েও কাঙ্খিত জয়ের লক্ষ্যে পৌঁছতে পারেনি বরগুনা বয়েজ!
শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি)। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি) তারা সংগ্রহ করে ১৬১ রান।
জবাবে ১৮ ওভার তিন বলে ৯ উইকেট হারিয়ে বরগুনা বয়েজ সংগ্রহ করে ১২৯ রান। এতে ৩২ রানের সহজ জয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।বরগুনা বয়েজের অধিনায়ক মোঃ মইনুল ইসলাম পাঁচ ম্যাচে ৮৯ রানের পাশাপাশি ও ১৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন। তাছাড়া জাতীয় দলের খেলোয়াড় অলরাউন্ডার মো: সোহাগ গাজী তাঁর বাবা গুরুতর অসুস্থ থাকার খবর শুনে তিনি ব্যাটিং না করে দ্রুত মাঠ ত্যাগকরেন।