প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২০, ২১:৫৭
তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সহ-সভাপতি (অর্থ) সিরাজুল হক আর নেই।বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার বয়স হয়েছিল ৮৯ বছর।সিরাজুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন বিজিএমইএ, বিকেএমইএ, ইএবির সাবেক ও বর্তমান নেতাসহ তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। একইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তারা।