রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভূতি” এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে নেছারাবাদ উপজেলায় “স্বরূপকাঠী ব্লাড ডোনেশন ক্লাব” এর কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ডা. মোঃ আসাদুজ্জামান কে প্রধান উপদেষ্টা এবং মো. রিয়াজ মাহমুদ কে সভাপতি ও মো. শাহনেওয়াজ শুভকে সাধারন সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।
উপজেলা সদরে সংগঠনের নিজস্ব অফিস কক্ষে ওই কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কমিটির প্রধান উপদেষ্টা ডা. মোঃ আসাদুজ্জামান, সভাপতি মো. রিয়াজ মাহমুদ, সাধারন সম্পাদক শাহ নেওয়াজ শুভ।সহ-প্রচার সম্পাদক মো. শাহ জালাল এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মো. রুহুল আমীন, আনোয়ার হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক-রাকিব রায়হান, সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেন, রক্ত বিষয়ক সম্পাদক মো. মাইনুল ইসলাম প্রমুখ।