প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২০, ১৭:৪৬
মুজিব বর্ষের আহবান দক্ষ হয়ে বিদেশ যান ' এই প্রতিপাদ্য কে সামনে রেখে নাটোরের লালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০ পালিত হয়েছে।শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম।এসময় সরকারী কর্মকর্তা ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।এর আগে ভার্সুয়াল মাধ্যমে আলোচনায় যুক্ত হোন উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি।