প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ৫:৪৫
নরসিংদীতে এনজিও কর্মীর হাতের কবজি কেটে টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামিসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১।বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জে র্যাব-১১’র সদর দফতরে সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে নরসিংদীর মাধবধী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়।
গ্রেফতার করা হয় প্রধান আসামি রুবেল ও তার তিন সহযোগী বাদশা, মাহাবুবা আক্তার এবং মিঠি বেগমকে। জব্দ করা হয়েছে ছিনতাইয়ের নগদ ১ লাখ ৯১ হাজার টাকাসহ ভুক্তভোগীর মোবাইল ফোন।গেল মঙ্গলবার দুপুরে পশ্চিম কান্দাপাড়া এলাকায় এনজিও কর্মী শান্তা আক্তারের হাতের কবজি কেটে টাকা ছিনতাই করা হয়। তিনি বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।