নওগাঁ পৌরসভাকে আধুনিক শহরে রুপান্তর করতে চান জেলা যুবলীগের সাধারন সম্পাদক ও মেয়র প্রার্থী বিমান কুমার রায়। তিনি ছিলেন নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মসূচীর মাধ্যমে নিজেকে নির্বাচনের জন্য প্রস্তুত করার চেষ্টা করেছেন। আসন্ন নওগাঁ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মাঠে আগাম প্রচারণা শুরু করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে এক বিশাল পথসভার মাধ্যমে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, উঠান বৈঠক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের সঙ্গে কথা বলছেন। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নিজেকে তুলে ধরতে লিফলেট বিতরণ করছেন। এছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে নিজেকে সরব রেখেছেন।
করোনা লকডাউনের সময় শ্রমজীবীরা কর্মহীন হয়ে পড়ায় নিজ উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষদের মাঝে খাদ্য সামগ্রি এবং কৃষকরা যেন তাদের সবজির দাম পাই এজন্য ন্যায্য দামে সবজি কিনে বিতরণ করেছেন। এছাড়া ঈদের মধ্যে ঈদ সামগ্রী ও সনাতন ধর্মাম্বলীদের মাঝে পূজা সামগ্রী বিতরণ করেছেন। জায়গা সংকুলান না হওয়ায় সদর উপজেলার শিমুলিয়া দারুস সুন্নাহ কওমী মাদ্রাসা ও এতিমখানায় নিজ অর্থায়নে জমি কিনে দিয়েছেন। বিপদে সব সময় অসহায়দের পাশে দাঁড়িয়েছেন তিনি।
মনোনয়ন প্রত্যাশী বিমান কুমার রায় বলেন, মানুষের আস্থা অর্জন করায় আমাকে মেয়র হিসেবে দেখতে চান সাধারণ মানুষ। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগী, শিক্ষিত ও পরিচ্ছন্ন তরুন নেতৃত্বকে অগ্রাধিকার দিচ্ছেন। আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দিলে বিজয়ী হবো আশা করছি। বর্তমান মেয়রের সময়কাল পৌরসভার কাঙ্খিত তেমন উন্নয়ন হয়নি। পৌরসভাকে মাদকমুক্ত, দূষণমুক্ত ও জনবান্ধব করার পাশাপাশি একটি ডিজিটাল পৌরসভা তৈরি করার চেষ্টা করবো। রাস্তা সংস্কার করে যানজট নিরসনসহ নওগাঁকে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন, নিরাপদ ও সবুজ নগর হিসেবে গড়ে তুলতে চাই। তৃতীয় ধাপে আগামী ৩০শে জানুয়ারি নওগাঁ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।