প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ২৩:৫৫
মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষ্যে বরিশালের হিজলা উপজেলার খুন্না বাজার ডাকবাংলোর পশ্চিম পাশে বরিশাল ইসলামি চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে " ভিশন সেন্টার "এ - ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভিশন সেন্টার ইনচার্জ ফয়সাল খান জানান, মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৭ ডিসেম্বর শুধু মাত্র ১ দিনের জন্য ভিশন সেন্টারেই ফ্রি চক্ষু ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছিলো।
সকাল ৯ টা থেকে তারা রোগীদের এই সেবা প্রদান করেছেন। ভবিষ্যতেও বিভিন্ন উৎসব উপলক্ষ্যে তাদের এই ফ্রি কেম্পের সেবা চালু থাকবে। তিনি আরো জানান, ফ্রি ক্যাম্প ছাড়া রোগীরা মাত্র ৮০ টাকা ফি দিয়ে প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত এখানে সেবা পাবেন। এখানে কম্পিউটার ও স্লিটল্যাম্পের মাধ্যমে চক্ষু, মাথা ব্যাথা, চোখের পানি পড়া, চোখে ঝাপসা দেখা রোগীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।