মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে শ্যামনগর উপজেলা ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও বাঙালি জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমালা অর্পণ করেন সাতক্ষীরা- ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার, উপজেলা চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলন,উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ- জামান সাঈদ , মহিলা ভইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, শ্যামনগর থানার পক্ষ অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা।
এর পর র্যালি সহকারে গোপালপুর স্মৃতিসৌধে ও শহীদের সমাধিতে পুষ্প স্তবক অর্পন করে মহান মুক্তিযোদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, দোয়া মোনাজাত ও প্রার্থণা করেন শ্যামনগরের সর্বস্তরের জনসাধারণ সহ রাজনৈতিক, প্রসাশনিক ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।