প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০, ১:৫৯
নওগাঁর ধামইরহাটে ইটভাটার ম্যানেজার জখম করে ৫ লক্ষ টাকা ছিনতায়ের অভিযোগ একাধিক মামলার আসামী শিষ্য সন্ত্রাসী আমিনুরের বিরুদ্ধে। এঘটনায় ইটভাটার ম্যানেজার গুরুতর আহত রুবেল হোসেন থানায় সোমবার রাতে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে রুবেল হোসেন উল্লেখ করেন ধামুইরহাট উপজেলা সদরের বিহারীনগর এমবিবি ইট ভাটার ম্যানেজার হিসেবে আমি কর্মরত আছি। এমতাবস্থায় আমার কাছে ভাটার হিসাবের গচ্ছিত ৫,০০,০০০/-(পাঁচ লাক্ষ) টাকা জনতা ব্যাংক, ধামইরহাট শাখায় জমাদানের জন্য রবিার দুপুরের দিকে সাইকেলযোগে স্থানীয় বজলুর মনোহারির দোকানের পূর্ব পাশের্^ ইটের হেয়ারিং রাস্তায় পৌছালে পূর্ব শত্রæতার জেরে এলাকার একাধিক মামলার আসামী উত্তর চকযদু গ্রামের মো. আমিনুর রহমান (৩৬), পিতাঃ মোঃ মিজানুর রহমান, তার সহযোগি মো. মামুন (২৮) , পিতা ঃ মো. আঃ কাশেম পথরোধ জোর পূর্বক কাছে থাকা টাকাভর্তি ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে। বাধা দিলে গেলে ১নাম্বার অভিযুক্ত একাধিক মামলার আসামী আমিনুর রহমান জবাই করার হুমকি দিয়ে গলায় স্বজড়ে হাসুরা কোপ মারে। তাদের নির্মমতা ও আঘাতে গলা কেটে মারাত্বক রক্তাক্ত জখম হলেও অন্য অভিযুক্তরা রামদা দিয়ে পেছন থেকে মাথাসহ পিঠে এবং শরীরের বিভিন্নস্থানে উপূর্যপরি আঘাত করে জখম করে কাছে থাকা ৫লক্ষ টাকা নিয়ে দূত পালিয়ে যায়। এর পর ডাক চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে ধামইর স্বাস্থ্য কমল্পেক্সে ভর্তি করায়।
ইটভাটার পরিচালক মুনসুরুল আলম বলেন, মির্মমভাবে আমাদের ইটভাটার ম্যানেজার রুবেল হোসেন জখম করে ৫লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে এলাকার একাধিক মামলার আসামী শিষ্য সন্ত্রাসী আমিনুর রহমান ও তার সহযোগিরা। অভিযুক্ত আমিনুর এর আগেও চুরি,ছিনতাই,অস্ত্র মামলাসহ প্রায় তার নামে ১৪টির বেশি মামলা রয়েছে। জামিনে বার বার বের হয়ে এলাকায় নানা অপকর্ম করে বেরায়। এবিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে কিন্তু পুলিশ এখন অভিযুক্তদের আটক করতে পারেনি। এর সুষ্ঠ তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের আটক করে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মো.আব্দুল মমিন জানান, উক্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ইটভাটার ম্যানেজার রুবেল হোসেনের অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।