প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০, ২:৫২
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ১৩ ডিসেম্বর বিকেলে নকলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি নকলা বাজারের গুরত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এসে শেষ হয়।
পরে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, নকলা উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল মনছুর প্রমুখ। এতে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।