প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০, ০:১৭
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নওগাঁয় সমাবেশ করেছে জেলা ও সদর উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা। শনিবার (১২ ডিসেম্বর) বেলা ১২টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নওগাঁর জেলা প্রশাসক মো: হারুন অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) গাজী দেলোয়ার হোসেন, নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মানিক কুমার সাহা, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: আব্দুল বারি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অ,ত,ম আব্দুল্লাহেল বাকি,সগক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দীন, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল কালাম আজাদ ও জেলা প্রশাসকের উচ্চমান সহকারী সুবল চন্দ্র সরকারসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ভাস্কর্য হচ্ছে একটি দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অপরিহার্য অংশ। অনেক মুসলিম দেশগুলোতেও এ ধরনের ভাস্কর্য বিদ্যমান। কিন্তু বাংলাদেশে এক শ্রেনীর উগ্র মৌলবাদী সাম্প্রাদায়িক শক্তি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের অবমাননা করেছেন। যা দেশের মূল চেতনা ও সংবিধানের অবমানারই শামিল। তাই বঙ্গবন্ধুর অসম্মান প্রদর্শনে কোন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিরব থাকতে পারে না। কোন দেশ প্রেমিক নাগরিক নিরর থাকতে পারে না। তাই আমরা সবাই একত্রে থেকে উগ্র মৌলবাদী সাম্প্রাদায়িক শক্তিকে পরাজিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা নিয়ে আমার সামনের দিকে এগিয়ে যাবো।