প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০, ২২:৮
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বরিশালে পৃথক পৃথক প্রতিবাদ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে তিনটি সংগঠন। শনিবার দুপুরে বিভাগীয় ও জেলা পর্যায়ে সকল কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন। আর বাংলাদেশ স্বাস্থ্য সহকারীদের সংগঠন অশি^নী কুমার হলের সামনে মানবন্ধন এবং দুপুর ১২ টায় নগরীর নাজির মহল্লাস্থ কার্যালয়ের সামনে মানবন্ধন করে দি চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির নেতারা।
সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা সার্কিট হাউস থেকে প্রতিবাদ মিছিল নিয়ে অশি^নী কুমার হলে সমাবেশ স্থলে যোগ দেন। সমাবেশে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, যারা আমাদের পিছন থেকে টেনে ধরতে চান তাদের বিরুদ্ধে আমরা মধুর প্রতিশোধ নেব। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, জাতির জনকের ভাস্কর্য ভাংচুর করা মানে আমাদের স্বকীয়তায় আঘাত হানা। এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় আনার দাবি করেন তিনি।অপরদিকে বরিশাল চেম্বার অব কমার্সের আয়োজিত সমাবেশে সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, মৌলবাদীদের আস্কারা বৃদ্ধি পেয়েছে। যারা জাতির জনকের ভাস্কর্যে আঘাত করেছে তাদের কোন রকমই ছাড় না দেয়ার আহবান করেন।