জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে পিরোজপুরের নেছারাবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে উপজেলা চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।নেছারাবাদ উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারী বৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো. জাহিদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন, কাউখালি, নেছারাবাদ সহকারী পুলিশ সুপার(সার্কেল) শেখ রিয়াজ উদ্দীন, অফিসার ইন চার্জ আবির মোহাম্মদ হোসেন, টি,এইচ,ও ডা: ফিরোজ কিবরিয়া, সহকারি কমিশনার ভূমি বশির গাজী, কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ প্রমুখ।