প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০, ১৭:৩৭
জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান- এই প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলা প্রশাসন এর আয়োজনে মানববন্ধন ও র্র্যালি অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাঙচুর এর প্রতিবাদে হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর নেতৃত্বে শনিবার ১২ ডিসেম্বর সকাল পৌনে ১১ টায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপজেলা চত্বরে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন।
মানববন্ধন শেষে উপজেলা চত্বর থেকে একটি র্র্যালী বের হয়, সড়ক প্রদক্ষিণ শেষে র্র্যালীটি উপজেলা সভাকক্ষের সামনে এসে শেষ হয়।