প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ১:৫
২ লাখ ৬৮ হাজার মেক্ট্রিকটন আখ মাড়াই করে ২০ হাজার ১শ মেক্ট্রিকটন চিনি উৎপাদনের লক্ষমাত্রা নিয়ে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের ২০২০-২০২১ মৌসুমের আখ মাড়াই শুরু হয়েছে। এবছর চিনি আহরণের হার ধরা হয়েছে ৭.৫%।শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় মিলের কেন কেরিয়ারে আখ নিক্ষেপ করে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর-১আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এ উপলক্ষ্যে মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ন কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসা ভাদু, বাংলাদেশ আখচাষী ইউনিয়ন জাতীয় কমিটির সভাপতি ও উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি আনছার আলী দুলাল, উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল, সিবিএ সভাপতি গোলাম কাওছার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু প্রমুখ।