প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ১৭:৩৩
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সচিন দত্ত (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ধাক্কামাড়া ইউনিয়নের যতনপুকুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সচিন ফুটকিবাড়ি থেকে মোটরসাইকেলে পঞ্চগড় বাজারে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খান।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।সচিন দত্ত তেঁতুলিয়া উপজেলার গড়িয়াগছ এলাকার বিজয় দত্তের ছেলে।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) আবু আক্কাছ আহম্মেদ দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।