প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৯:০
৪৩ ও ৪৪তম বিসিএসের নন-ক্যাডার প্রার্থীরা ফের আন্দোলনে নামছেন। দীর্ঘদিন ধরে নানা দাবি জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় তারা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। রোববার (২৪ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করবেন। এর পরদিন সোমবার থেকে একই স্থানে তারা অনশন কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছেন।