প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০, ২৩:২১
মহামারি জয় করি, কমলা রংয়ের বিশ্ব গড়ি, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে পালিত হলো বিশ্ব মানবাধিকার দিবস।দিবসটি উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কালিয়াকৈর উপজেলা শাখা বৃহস্পতিবার সকালে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কালিয়াকৈর শাখার সভাপতি মো: শাহজাহান মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আদনান চৌধূরী, কালিয়াকৈর থানার অফিসার( ইনচার্জ ) মো: মনোয়ার হোসেন চৌধুরী, ওসি (অপারেশন) মো: মোজাহিদুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, সংস্থার সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেন হান্নান, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো: ইউনুস আলী, সংস্থার মহিলা সম্পাদিকা সালমা আক্তারসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও শুশীল সমাজের প্রতিনিধি। র্যালীটি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে থানা ও উপজেলা প্রেসক্লাব হয়ে পুনরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।