প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০, ১৮:৫২
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানববন্ধন পালিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার জামতলা মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ ভূরুঙ্গামারী উপজেলা কমান্ড, অবসরপ্রাপ্ত সেনা ও মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ভূরুঙ্গামারী উপজেলা শাখা যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা এটিএম শাহজাহান মানিক, অবঃ সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রভাষক সরকার রকিব আহমেদ জুয়েল ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রোকন-উদ-দৌলা রাসেল প্রমুখ বক্তব্য রাখেন।