প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২০, ১:২৫
আশাশুনিতে বেগম রোকেয়া দিবস’২০ পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, জয়িতাদের সম্মাননা প্রদান, অনুদানের চেক ও ঋণের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন নারী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সঞ্চালনায় আলোচনা সভা শেষে পাঁচটি ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ পাঁচজন নারী জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও ৩৩ জন নারী উদ্যোক্তাকে ৪৮ হাজার টাকা ঋণের চেক ও ৭টি সংগঠনকে ২লাখ ৩৫হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয়।