প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২০, ২১:৩৭
শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা - এই প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় পালিত হলো বেগম রোকেয়া দিবস ২০২০। মহিলা বিষয়ক অধিদপ্তর ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং হিজলা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে বুধবার ৯ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বেগম রোকেয়ার জীবনী ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ। সভায় এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মেমানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গণমাধ্যমকর্মি, জয়িতাগণ সহ মহিলা বিষয়ক কর্মকর্তা দপ্তরের বিভিন্ন পর্যায়ের মহিলা সদস্যগণ।
আলোচনা অনুষ্ঠান শেষে " জয়িতা অন্বেষণে বাংলাদেশ " শীর্ষক কার্যক্রমের আওতায় হিজলায় নির্বাচিত ৫ জন শ্রেষ্ঠ জয়িতাদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। পাঁচটি ক্যাটাগরিতে নির্বাচিত ৫ জন জয়িতাগণ হলেন:- অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী - বাহের চর এলাকার মোসাঃ নাজমা বেগম। শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী - বাউশিয়া এলাকার মুক্তা বেগম। সফল জননী নারী - খুন্না গোবিন্দপুর এলাকার মোসাঃ রাশিদা বেগম। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী - খুন্না গোবিন্দপুর এলাকার পাখি বেগম। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী - বাহের চর এলাকার মোসাঃ রহিমা খানম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ কারিজুল ইসলাম।