ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার মধ্য রাত থেকে মাঝে মধ্যেই বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে যানচলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এতে করে সেতুর উপর আটকা পড়ে অনেক যানবাহন। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ও সিরাজগঞ্জের সেতু পশ্চিম সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়ে যানবাহন চালক ও যাত্রীরা। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কিছুটা কমলেও যানবাহনের দীর্ঘ সারি রয়েছে সড়ক দুটিতে। সেতু কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনা এড়াতে ঘনকুয়াশার কারনে মধ্য রাত থেকে মাঝে মাঝে টোল আদায় বন্ধ রাখা হয়। এজন্য সেতুর উপরসহ দুুুই পাড়ে যানবাহন আটকা পরে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে কুয়াশা কিছুুুুটা কেটে গেলে ধীর গতিতে যানচলা শুরু হয়। ঢাকাগামী
গাড়ির চাপ বেশি বলে জানায় তারা। বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে কথা হয় চালকদের সাথে। তারা জানান, ঘন কুয়াশার কারনে টোল বন্ধ থাকায় বঙ্গবন্ধু সেতু পাড় হতেই সময় লেগেছে ৫-৭ ঘন্টা। তারপরও গাড়ির যে লম্বা লাইন তাতে কখন ঢাকা পৌছাবো তা বলতে পারছিনা।যাত্রীরা জানান, দীর্ঘ যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। শীতের মধ্যে শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি কষ্ট পোহাতে হচ্ছে। নারী যাত্রীদের প্রকৃতির ডাকে সারা দিতে ব্যাপক সমস্যা হচ্ছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ কাজী আইয়ুবুর রহমান জানান, ঘন কুয়াশার কারনে টোল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকামুখী যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।