বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত -৭

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: শুক্রবার ১৭ই জানুয়ারী ২০২৫ ০৭:১৩ অপরাহ্ন
বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত -৭

বরিশালের বাকেরগঞ্জে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ২০ মিনিটে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পটুয়াখালীগামী নারায়ণগঞ্জ ট্রাভেলস বাস এবং পটুয়াখালী থেকে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই আটজন গুরুতর আহত হন।


স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা এর মধ্যে ট্রাক চালক মাহাবুব হোসেনকে (৪৫) মৃত ঘোষণা করেন। নিহত মাহাবুব হোসেন সাতক্ষীরার তালা উপজেলার নওয়াপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।


বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করেন এবং হাসপাতালে পাঠান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের অসতর্কতার কারণেই এই সংঘর্ষ হয়েছে।”


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে, বাসের সামনের অংশ সম্পূর্ণভাবে ভেঙে যায় এবং ট্রাকটি খাদে উল্টে পড়ে। দুর্ঘটনার ফলে মহাসড়কের ওই অংশে কিছু সময় যানজট সৃষ্টি হয়।


আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চিকিৎসা চলছে। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে এবং দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে সড়ক পুনরায় চলাচলের উপযোগী করা হয়েছে।