কবিতাঃ ধর্ষনের বিরুদ্ধে যুদ্ধ

নিজস্ব প্রতিবেদক
জাহিরুল ইসলাম মিলন
প্রকাশিত: রবিবার ১৪ই জুলাই ২০১৯ ০৪:২৫ অপরাহ্ন
কবিতাঃ ধর্ষনের বিরুদ্ধে যুদ্ধ

"ধর্ষনের বিরুদ্ধে যুদ্ধ"
     জাহিরুল মিলন 

সামিয়া আফরিন সায়মা
এই বাংলার মেয়ে
কি কষ্ট পেয়েছে সে
দেখেছিস কি বাঙালী চেয়ে?

আর কতকাল থাকবি বসে
নিজের ঘরের কোনে?
মরার আগে মরবি কত
ধর্ষন নামের খুনে?

যুবতি ধর্ষন, ছাত্রী ধর্ষন, তরুনী ধর্ষন
বৃদ্ধা ধর্ষন, ধর্ষন হয়েছে শিশু
আইনের ফাঁকে সবই অধরা
ধর্ষকের কি হয়েছে কিছু?

সায়মা আমাদের মেয়ে
তার কথা আমরা ভুলবোনা
ধর্ষকের ফাঁসি চাই, দিতে হবে
আমরা কিন্তু ছাড়বোনা।

আর যেন কোন সায়মা
না যায় এভাবে হারিয়ে
কেউ যেন আর না পারে
কোনো শিশুর জীবন নিতে

আসুন সকলে এক হয়ে আজ নিই শপথ ধর্ষকের ফাসিতে
সকল শিশু হাসি-খুশি থাকুক
না হয় যেন কাঁদিতে।

সাবধান হও যত আছো
ধর্ষকের সব ভক্ত
জেগেছে জনতা, বৃথা যাবেনা
সায়মা সোনার রক্ত।

আমরা চাইলে সবই সম্ভব
ধর্ষনের বিরুদ্ধে চলুক যুদ্ধ
সকল নারীই মায়ের জাতি
শিশু কিংবা বৃদ্ধ।

ইনিউজ ৭১/এম.আর