তবে কি চলে গেলে!
মোহাম্মদ জিহাদুল ইসলাম
তবে কি চলে গেলে!
এই কথাটাই- কতবার শুধায়েছি তোমায়?
আর কত দহিব বল বিরহ দহন,
হাত নাড়িয়ে বল না বিদায়।
যে আঘাত জেগে উঠে ক্ষণে ক্ষণে,
রচিব তারি তরে কবর!
হৃদয়ের পর হৃদয় ভাঙ্গে সে,
পাঁজরের পর পাঁজর।
তুমি চলে যাও- হ্যাঁ চলে যাও,
নেই কোনো অনুরাগ আর!
ভালোবাসা মিছে আশা,
বিষধর কালনাগিনীর আহার।
হৃদয়ে বসে হৃদয় কেটেছো তুমি,
গুনে ধরা কাঠে উইপোকার মত।
জলাঞ্জলির জলে স্নান করেছি আমি,
চোখ বুঝলেই ভেসে ওঠে সেই ক্ষত।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।