একুশে বই মেলায় মোশারফ হোসাইনের ‘শৈশব’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৩রা ফেব্রুয়ারি ২০২০ ০৯:১৬ অপরাহ্ন
একুশে বই মেলায় মোশারফ হোসাইনের ‘শৈশব’

অমর একুশে বইমেলায় ২৭৫ নং বর্ণ প্রকাশ এর স্টলে পাওয়া যাচ্ছে মুহাম্মদ মোশারফ হোসাইনের লেখা বই শৈশব।

লেখকের সাথে কথা হলে সে জানায়, ‘প্রত্যকটা মানুষের নিজেস্ব একটা শৈশব আছে এই শৈশবে হিংসা আছে, ঘৃণা আছে, ভালোলাগা আছে, ভালোবাসা আছে, হাজার রকমের অনুভূতি আছে। শৈশবকালটা আনন্দময়ী কারও বেদনাময়ী। শৈশবকালের ভুলভ্রান্তি দুঃখ কষ্ট হাসি আনন্দ ও বাস্তব জীবনের গল্প নিয়ে লেখা শিশু-কিশোর ও অভিভাবকদের জন্য শিক্ষা সচেতন মূলক বই শৈশব।

তিনি আরও বলেন, শৈশবকালে ছেলে মেয়েরা কোন ধরণের অপরাধের সঙ্গে জড়িয়ে পরে, অপরাধ থেকে মুক্তির উপায়সহ দিকনির্দেশনা মূলক ভূমিকা রাখবে বইটি।

‘বর্ণ প্রকাশ’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাইদুর রহমান জানান, শৈশব চমৎকার একটি বই, সবার পড়ার উপযোগী আমি মনে করি শিশু-কিশোর ও তরুণদের চলার পথে সচেতনতায় বিশেষ ভূমিকা রাখবে। তরুণ লেখক মোশারফ হোসাইন এর বেড়ে ওঠা শেরপুরের সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতীতে, এখন বসবাস করছে রাজধানীর মোহাম্মদপুরে। 

তিনি বলেন, লেখালেখির শখ ছিল ছোটবেলা থেকেই শখের এই যাত্রা শুরু হয়েছিল ৫বছর আগে। ২০১৫ সালে ওয়ার্ডপ্রেস ব্লগে লেখার মাধ্যমে শুরু হয় লেখালেখি। উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় গণমাধ্যমসহ ১৭টির বেশী গণমাধ্যমের সাথে জড়িত ছিলেন তিনি। লিখেছেন শিশুদের শিক্ষা সচেতনতা ও অধিকার নিয়ে।

এখন জাতীয় দৈনিক সমকাল পত্রিকায় ফিচার লেখক ও জাতীয় শিশু-কিশোর পত্রিকা হাতেখড়ি’তে বিশেষ প্রতিবেদক হিসেবে কাজ করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগে অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী।  

ইনিউজ ৭১/টি.টি. রাকিব