ভূঞাপুরে কবি নজরুলের জন্ম জয়ন্তী পালিত

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: মঙ্গলবার ২৫শে মে ২০২১ ০৮:১৩ পূর্বাহ্ন
ভূঞাপুরে কবি নজরুলের জন্ম জয়ন্তী পালিত

ভূঞাপুরে কাজী নজরুল ইসলাম শিল্পকলা একাডেমির উদ্যোগে কবির ১২২ তম জন্ম জয়ন্তী ২৫ মে পালন করা হয়।


কাজী নজরুল ইসলাম শিল্পকলা একাডেমির সভাপতি  কবি লিমা রহমানের সভাপতিত্বে আলোচনা করেন, নিখিল চন্দ্র বসাক, অধ্যক্ষ হাসান আলী সরকার,জলিল আকন্দ, অধ্যাপক আখতার হোসেন খান,  আব্দুল করিম খান, কবি আবুল কাশেম সরকার, সাইফুল ইসলাম,



সম্মিলিত সাংস্কৃতিক জোট সম্পাদক  হাসান ছরোয়ার লাভলু, সাংবাদিক মিজানুর রহমান, এম কে হাতেম, কবি হারুন অর রশিদ হিটলার, খালিদ সামস, কবি হালিমা খাতুন, জাহিদুল ইসলাম তপন প্রমুখ। 



অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক আলী রেজা।