অধরা শব্দটি দিয়ে যদি একটা প্রবন্ধ লিখতাম,তবে শৈশবের পূরণ না হওয়া শখগুলোই সবচেয়ে বেশি ফুটে উঠত। পূণর্জন্মে খুব একটা বিশ্বস্ত না হলেও, করোনার কল্যাণে যেন,আরেকটা শৈশব ফিরে পেলাম। নজরুলভক্ত হয়েও নজরুলের মতো দুরন্তপনার তকমা আমার শৈশবকালের গল্পের অলঙ্কার বনে যায় নি।আমার জন্ম ও বেড়ে ওঠা উত্তরবঙ্গের দারিদ্রকবলিত জেলা কুড়িগ্রামের উলিপুর উপজেলার তিস্তা ও বুড়িতিস্তার কোল ঘেসে থাকা একটি গ্রামে। বাবা শিক্ষক বলে, কড়া শাসন আর বই-খাতার সাথে মিতালি পাঁতিয়েই আমার শৈশবের দিনগুলো কেটেছে।